আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম এনার্জি মিটার ( watt Hour Meter) কাকে বলে কত প্রকার ও কি কি। এই সব বিষয়ে আপনাদের শিখাবো।
এনার্জি মিটার ( watt Hour Meter)
উত্তরঃ যে ইনস্ট্রমেন্টের সাহায্যে কনো সার্কিটের বৈদ্যুতিক শক্তি পরিমাপ করা হয় কাকে এনার্জি মিটার বা watt hour meter বলা হয়।
এনার্জি মিটারের শ্রেণি বিভাগঃ
এনার্জি মিটার বিভিন্ন প্রকার হয়ে থাকে।
★ ইলেক্ট্রোলাইটিক মিটার
★ মোটর মিটার
★ ক্লক মিটার
★ ইলেক্ট্রনিক্স টাইপ এনার্জি মিটার
মিটার আবার তিন ধরনের হয়
★ মার্কারী মোটর মিটার
★ কম্যুটেটর মোটর মিটার
★ ইন্ডাকশোন টাইপ মোটর মিটার
এনার্জি মিটারে কি কি আছে
এ মিটারে একটি চাকতি বা ডিক্স ঘুরার ব্যবস্তা আছে। ঐ চাকতি ঘুরার ফলে কত বৈদ্যুতিক শক্তি খরচ হয় তা একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মান রেকডিং করে রাখে। এনার্জি মিটার ২ ধরনের হয়ে থাকে। একটি কিলোওয়ার্ট -আওয়ার মিটার। অন্যটি এ্যাম্পিয়ার আওয়ার মিটার। ইন্ডাকশন-টাইপ মিটার কিলোওয়াট মিটার কে সার্ভিস মিটারো বলা হয়।
এনার্জি মিটারের পাঠ নেওয়ার পদ্ধতিঃ
এনার্জি মিটারের পাঠ একটি নির্দিষ্ট সময় সিমার মধ্যে নিতে হয়।এনার্জি খরচের পরিমান জানার জন্য এই মিটারের সাত অথবা আট ডিজিটের একটি ডিসপ্লে থাকে যার সর্ব ডানের ডিজিটটি লাল চিহ্নিত করা থাকে। এই লাল ঘর এককের দশমাংশ প্রকাশ করে। দশমাংশের বামদিকে ঘর গুলো যথাক্রমে একক, দশক,শতক,হাজার,অযুত এবং লক্ষ প্রকাশ করে। নির্দিষ্ট সময়ে এনার্জির পরিমাপ জানার জন্য পুর্বের পাঠ থেকে বর্তমান পাঠ বিয়গ করতে হয়।
আজ আমি আপনাদের শিখায় দিলাম এনার্জি মটারের সব কিছু।
I Love your article. Great info thank you for share with us!
ReplyDeleteইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ব্যবহৃত সংক্ষিপ্ত শব্দের পূর্ণরূপ