Search This Post

মেগার (Megger) কাকে বলে। মেগার গঠন এবং বিভিন্ন অংশের নাম। What is Megger? Megger connection method.

 আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম মেগার (Megger) কি কত প্রকার ও কি কি।


মেগার (Megger): 

মেগার এমন একটি যন্ত্র যার সাহায্যে বৈদ্যুতিক বর্তনী, মেশিন ট্রান্সফর্মার ইত্যাদি ইনস্যুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়। একে একটি হস্ত চালিত জেনারেটর বলা চলে।

মেগারের শ্রেণীবিভাগ নিম্নে দেওয়া হলোঃ

• হস্ত চালিত জেনারেটর টাইপ মেগার (৫০০ থেকে ১০০০ ভোল্ট)

• ইলেকট্রনিক্স টাইপ মেকার (৫০০ থেকে ১০০০ ভোল্ট)

মেগারের বিভিন্ন অংশের নাম:-

    •হস্তচালিত একটি ডিসি জেনারেটর

    •কারেন্ট কোয়েল

    •প্রেসার কয়েল

    •পয়েন্টার বা কাটা

    •পজিটিভ নেগেটিভ প্রান্ত

    •গার্ড টার্মিনাল

গঠন প্রণালী : মেগার একটি পার্মানেন্ট ম্যাগনেট মুভি কোয়েল টাইপ ইন্সট্রুমেন্ট, যার পার্মানেন্ট ম্যাগনেটের পোল পেজগুলি উদগত, শৃংগ বিশিষ্ট এবং কেন্দ্রীয় আয়রন কোরটি টি বিশেষ আকৃতির। ডিফ্লেক্টিং কয়েল A বাইরের কন্ট্রোল কয়েল বা কম্পেনসেটিং কয়েল (C) এ ভিতরের কন্ট্রোল (B) এর সাথে সমকোণে অবঞ্চিত পার্মানেন্ট ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মুক্তভাবে ঘুরতে পারে।


(ক) মেঘার সংযোগ ডায়াগ্রাম 


(খ) ডিফ্লেক্টিং কয়লা কোন কারেন্ট প্রবাহিত হয় না, কন্ট্রোল কোয়েল একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণ করে এবং টর্ক শুন্য

(গ) ডিফ্লেক্টিং কোয়েল এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, কন্ট্রোল কয়েল দক্ষিণ মেরুর ফিল্ডে প্রবেশ করে এবং টর্ক সৃষ্টি করে।


উভয় কয়েল‌ই হস্তচালিত ডিসি জেনারেটরের আড়াআড়িতে সংযুক্ত। ভিতরের কন্ট্রোল কয়েল (B) আবার বাইরের কন্ট্রোল কয়েল বা কমপেনসেটিং কয়েল (C) এর সাথে সিরিজে সংযুক্ত‌। যে রেজিস্ট্যান্স পরিমাপ করতে হবে, এ ডিফ্লেক্টিং কোয়েলের সাথে সিরিজে যুক্ত করে।কন্ট্রোল ও কম্পেনসেটিং কয়েল সিরিজে যুক্ত করা হয়েছে যাতে এদের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট সমূহ বিপরীত দিকে হয়, যা খ নং চিত্রে ক্রস এবং ডট ধারা চিহ্নিত করা হয়েছে। কোয়েল দুটির সন্নিহিত পার্শ্ব গুলিতে কারেন্ট সমূহের নির্দেশ একই দিকে দেখানো হয়েছে। ফলে একটি ঘূর্ণনের সৃষ্টি হয়, যখন এ পার্শ্ব গুলি দক্ষিণ মেরুর শৃঙ্গ এবং কেন্দ্রীয় আইরন কোরের মাঝখান বায়ু পূর্ণ ফাঁকের ফিল্ডে প্রবেশ করে।

মেগারের ব্যবহার ঃ  বৈদ্যুতিক বর্তনী, মেশিন এবং ট্রান্সফরমারের ইন্সুলেশন রেজিষ্ট্যন্স পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়।

তার এবং ক্যাবলের নিরবিচ্ছিন্ন তা পরীক্ষা করার জন্য ব্যবহার করা হয়।

0 Response to "মেগার (Megger) কাকে বলে। মেগার গঠন এবং বিভিন্ন অংশের নাম। What is Megger? Megger connection method."

Post a Comment

Contact Us

Name

Email *

Message *