Search This Post

ইলেকট্রিক্যাল টুলস্ (Electrical tools) ইলেকট্রনিক ব্যবহৃত টুলস্ ও যন্ত্রপাতির ব্যাবহার কিভাবে করতে হয়।

ইলেকট্রিক্যাল টুলস কাকে বলে,,,
ইলেকট্রিক্যাল কাজে ২ ধরনের টুলস ব্যাবহার করা হয়।

১/হ্যান্ড টুলস
২/পাওয়ার টুলস

হ্যান্ড টুলস কাকে বলে ?

উত্তর:  যে টুলস গুলো দ্বারা হাতের সাহায্যে কাজ করা হয় তাহাকে হ্যান্ড টুলস বলে।

পাওয়ার টুলস কাকে বলে,,?

উত্তর:  যে টুলস গুলো দ্বারা বিদ্যুৎ এর সাহায্যে কাজ করা হয় তাহাকে পাওয়ার টুলস বলে

এখন আমারা কমন ১০ টি  হ্যান্ড টুলস এর সাথে পরিচয় হবো।


১/কম্বিনেশন প্লায়ার্স::::


 ইহার সাহায্যে কনো কিছুকে শক্ত করে ধরা এবং টাইট করার কাজে ব্যাবহার করা হয়

২/ নিয়ন টেস্টার :::::

ইহা বিদ্যুতের উপস্থিতি নির্ণয় এর কাজে ব্যাবহার করা হয়

৩/ লং নোজ প্লায়ার্স::::

ইহার সাহায্যে তারের ইনসুলেশন,তার কর্তন সূক্ষ কনো কিছুকে শক্ত করে ধরার জন্য ব্যাবহার করা হয়

৪/ বেন্ড নোজ প্লায়ার্স::::

ইহার সাহায্যে তারের ইনসুলেশন,তারর কর্তন বাকানো সূক্ষ কনো কিছু শক্ত করে ধরার কাজে ব্যাবহার করা হয়

৫/ এ্যাডজাস্টেবল রেন্জ :::::

ইহার সাহায্যে নাট ও বোল্ট খোলা অথবা লাগানোর কাজে ব্যাবহার করা হয়

৬/ কাটিং প্লায়ার্স ::::::::

ইহার সাহায্যে তারের ইনসুলেশন ও তার কাটার কাজে ব্যাবহার করা হয়।

৭/ ফ্লাট স্ক্রু ডাইভার ::::::

এটার সাহায্যে ফ্লাট স্ক্রু খোলা ও লাগানোর কাজে ব্যাবহার করা হয়।

৮/ বলপিন হ্যামার ::::

ইহার সাহায্যে শক্ত কনো কিছুকে পিটিয়ে বাকা করার কাজে ও দেয়ালে রিভেট বসানোর কাজে ব্যাবহার করা হয়।

৯/ হ্যাকস ফ্রেম ও ব্লেড::::::

ইহার সাহায্যে শক্ত কনো কিছুকে কাটার কাজে ব্যাবহার করা হয়।


১০/ ওয়্যার স্ট্রিপার ::::

ইহার সাহায্যে তারের ইনসুলেশন কাটার কাজে ব্যাবহার করা হয়


এবার আমরা ইলেকট্রিক্যাল পাওয়ার টুলস এর সাথে পরিচয় হবো


১/ সোল্ডারিং আয়রন ::::

ইহার সাহায্যে সার্কিটে বোডের সাথে কম্পোনেন্ট এর সংযোগ বা ঝালাই দেওয়ার কাজে ব্যাবহার করা হয়।

২/ ইলেকট্রিক হ্যান্ড ড্রিল মেশিন ::::::

ইহার সাহায্যে কনো কিছুতে ছিদ্র করার কাজে ব্যাবহার করা হয়।

সবাই ভালোথাকবেন পড়ের পোষ্টে সার্কিট নিয়ে আলোচোনা করবো।

SK Sagor

14 Responses to "ইলেকট্রিক্যাল টুলস্ (Electrical tools) ইলেকট্রনিক ব্যবহৃত টুলস্ ও যন্ত্রপাতির ব্যাবহার কিভাবে করতে হয়।"

  1. সুন্দর হয়ছে ভাই

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ ভাই,,,,সাইট এর সাথে থাকেন কনো বিষয় যান্তে চাইলে sms করে যানাবেন

      Delete
  2. Vai ami ki apnar ei Post copy korte pari.. and ami nijer kache rakte pari video akare

    ReplyDelete
    Replies
    1. vaia ai bisoye to ami bollte parci na tobe valoo lagle apni nite paren video akare nijer jonno

      Delete
    2. Amader pashe thakun Amra Sob bisoye ak ak kore post korbo jate apnara sob bisoye jante paren,

      Delete
  3. ধন্যবাদ ভালো লাগলো ইলেকট্রিকেল সকল বিষয় নিয়ে আলোচনা করলে অনেক ভাল লাগবে

    ReplyDelete
  4. অসংখ্য ধন্যবাদ ইলেকট্রিক টুলসগুলো নিয়ে আলোচনা করার জন্য। যদি আরও পাওয়ার টুলস এর ব্যাপারে বিস্তারিত জানতে চান, তবে ভিজিট করুন এই লিঙ্কে

    ReplyDelete
  5. নাম ও ছবি এক সাথে pdf যাবে ?
    থাকলে mail দিয়েন

    ReplyDelete

Contact Us

Name

Email *

Message *