আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ওয়াটমিটার কাকে বলে? কত প্রকার ও কি কি? ওয়াটমিটার কিভাবে সংযোগ করতে হয় তা আপনারা ভালো ভাবে শিখতে পারবেন। সম্পুর্ন্য পোষ্ট পরলে সব কিছু বুঝতে পারবেন।
ওয়াটমিটার (Wattmeter) কাকে বলে
উত্তরঃ কোন সার্কিটে লোডের বৈদ্যুতিক বর্তনির পাওয়ার পরিমাপ করার জন্য যে ইন্সট্রমেন্ট ব্যবহার করা হয় তাকে ওয়াট মিটার (wattmeter) বলে।এই মিটালের পরিমাপক একক ওয়াট। ওয়াটমিটারের অভ্যন্তরে C.C এবং P.C নামক দুইটি কয়েল থাকে। ওয়াটমিটারের সাহায্যে কনো বৈদ্যুতিক মেশিন ও এ্যাপ্লায়েন্সের পাওয়ার পরিমাপ ও পরিক্ষার মাধ্যমে উহাদের দক্ষতা নির্ণয় করা যায়।
ওয়াটমিটারের শ্রেণি বিভাগ
★ ডায়নামোমিটার টাইপ ওয়াট মিটার
★ ইলেক্ট্রো স্টাটিক টাইপ ওয়াট মিটার
★ ইন্ডাকশন টাইপ ওয়াটমিটার
★ ডিজিটাল টাইপ ওয়াট মিটার
ওয়াটমিটার (wattmeter) সংযোগ পদ্ধতি
ওয়াট মিটারে চারটি টার্মিনাল থাকে।যার মধ্যে দুইটি কারেন্ট কয়েলের প্রান্ত এবং দুইটি প্রেসার কয়েলের প্রান্ত। ওয়াট মিটার লাইনের সাথে সংযোগ করার পুর্বে ওহম মিটার দ্বারা টেষ্ট করে নিতে হবে। যে কয়েলের রেজিষ্ট্যান্স কম সেটি কারেন্ট কয়েল এবং যেটির রেজিষ্ট্যান্স বেশি সেটি প্রেসার কয়েল। কারেন্ট কয়েল এবং প্রেসার কয়েল এক্ষত্রে সংযোগ করতে হবে। এবং কারেন্ট কয়েলের অপর প্রান্ত লোডের সাথে সিরিজে এবং প্রেসার কয়েলের অপর প্রান্ত লোডের সাথে প্যারালালে সংযোগ করতে হবে।
আজ এ পর্যন্ত,,,, পরের পোষ্টে অন্য বিষয় নিয়ে আলোচনা করবো।
0 Response to "ওয়াটমিটার কাকে বলে?ওয়াটমিটার(Wattmeter) সংযোগ করার পদ্ধতি।"
Post a Comment