বৈদ্যুতিক ওয়্যারিং প্রধানত কত প্রকার, কি কি এবং কোন স্থানে কোন ধরনের ওয়্যারিং ব্যবহার করা হয়?
উত্তরঃ বৈদ্যুতিক ওয়্যারিং প্রধানত তিন প্রকার। যথাঃ
১) অভ্যন্তরীণ ওয়্যারিং (Internal Wiring)
২) ওভারহেড ওয়্যারিং (Overhead Wiring)
৩) আন্ডারগ্রাউন্ড ওয়্যারিং (Underground Wiring)
★ওয়্যারিং কাকে বলে,,,,?
উত্তর::::বিদুৎ সরবরাহ দেয়ার জন্য তারের সুশৃঙ্খল সাজানো ব্যবস্থাকে ওয়্যারিং বলে।
★এছাড়াও আরও কয়েক রকমের ওয়্যারিং আছে।
যেমন:::::
১/ চ্যানেল,
২/ক্লিট ওয়্যারিং,
৩/ কেসিং ওয়্যারিং,
৪ এম.এস ওয়্যারিং
৫/কুন্ডুইট
★হাউজ ওয়্যারিং কাকে বলে,,,,,,?
উত্তর::::বাসা-বাড়ি, কল-কারখানা, অফিস-আদালতে বিদুৎ সরবরাহর করার জন্য যে ওয়্যারিং করা হয়, তাকে হাউজ ওয়্যারিং বলে।
***************
এখন প্রায় সব ঘরেই বিদ্যুতের ছোঁয়া লেগেছে৷ গ্রামের অনেক ঘরেই এখন সুইচ টিপলে বাতি জ্বলে, ফ্যান চলে ও ফ্রিজ চলে৷ কিন্তু সুইচ টিপে বিদ্যুত বাতি জ্বালানো সহজ কাজ হলেও ঘরে বিদ্যুতের ব্যবস্থা করার কাজটি এত সহজ নয়৷ এর জন্য অনেক সময় একজন ইলেকট্রিক মিস্ত্রির দরকার হতে পারে৷ আমরা সাধারণত কোন্ ঘরের কোথায় ফ্যান চলবে, কোথায় বাল্ব জ্বলবে তা আগে ঠিক করে নেই৷ তারপর সে অনুযায়ী মিস্ত্রির সাহায্যে বিদ্যুতের তার টেনে নেই৷ বিদ্যুত থাকা অবস্থায় বিদ্যুতের তার ধরা বিপদজনক৷ তাই কাজটি খুব সাবধানে করতে হয়৷ এক্ষেত্রে একজন মিস্ত্রি বিদ্যুতের তারকে জায়গামত বন্টন করে৷ এই কাজকে আমরা বলি ঘরে বৈদ্যুতিক তার লাগানো বা হাউস ওয়্যারিং৷আর হাউস ওয়্যারিং বা নিয়মমত তারের সুন্দর বিতরণ ব্যবস্থা নানা ধরনের হতে পারে৷
★আভ্যন্তরীণ ওয়্যারিং কত প্রকার
আভ্যন্তরীণ বা ভিতরের ওয়্যারিং: ঘরের ভিতরে যে ওয়্যারিং করা হয় তাকে আভ্যন্তরীণ ওয়্যারিং বলে৷ এই ওয়্যারিং প্রধানত দুই ধরনের৷ যথা
১.কনসিলড ওয়্যারিং
২.ওপেন ওয়্যারিংঃ
১.কনসিলড ওয়্যারিংঃ হলো দেয়ালের ভিতরে যে ওয়্যারিং করা হয়৷ এই ওয়্যারিং পাইপের ভিতর দিয়ে করা হয়৷ ঘর তৈরির সময় এই ব্যবস্থা করে নিতে হয়৷ আর ওপেন বা সারফেস ওয়্যারিং হলো ঘরের দেয়ালের উপরে চ্যানেল বা পাইপের সাহায্যে যে ওয়্যারিং করা হয়৷
২. বাহ্যিক বা বাইরের ওয়্যারিংঃ ঘরের বাইরে যে ওয়্যারিং করা হয় তাকে বাহ্যিক বা বাইরের ওয়্যারিং বলে৷ বিদ্যুতের মূল খুঁটি থেকে বাড়ির মিটার পর্যন্ত বিদ্যুত নেওয়ার জন্য এই ওয়্যারিং করা হয়৷
ব্যবহারঃ
বাড়ি-ঘর, কল-কারখানা, অফিস-আদালত প্রভৃতি ছাদ বিশিষ্ট জায়গার ভেতরে বিদ্যুৎ সরবরাহের কাজে অভ্যন্তরীণ ওয়্যারিং (Internal Wiring) ব্যবহৃত হয়।
ঘরের বাইরে উচ্চ ভোল্টেজ সরবরাহের কাজে ওভারহেড (Overhead) ও আন্ডারগ্রাউন্ড
★হাউজ ওয়ারিং দুই প্রকার যথা:
১) সারফেস ওয়ারিং
২) কনসিল্ড ওয়ারিং
Onek sundor
ReplyDeleteওয়ারিং এর ধরণ নিবাচনে বিবেচ বিযয় কি
ReplyDeleteভালো
ReplyDeleteThanks for sharing great article. Great info thank you for share with us!
ReplyDeleteট্রান্সফরমার কাকে বলে কত প্রকার ও কি কি?