প্রশ্ন-সার্কিট কাকে বলে?
কত প্রকার ? কী কী ? এদের প্রত্যেকের সংগা লেখ ।
***উত্তর-
সার্কিট - কারেন্ট প্রবাহের সমগ্র
পথকে সার্কিট বলে ।
সার্কিট প্রধানত দুই প্রকার ।যথা-
১।সিরিজ সার্কিট ।
২।প্যারালাল সার্কিট ।
এছাড়াও আমরা আর ও
এক ধরনের সার্কিট ব্যবহার
করে থাকি যার নাম মিশ্র
সার্কিট ।
এদের প্রত্যেকের সংগা-
১।সিরিজ সার্কিট- একাধিক লোডসমূহকে
একের পর এক সংযোগ করে যে
সার্কিট তৈরী করা হয় তাকে
সিরিজ সার্কিট বলে ।
২।প্যারালাল সার্কিট - যে সার্কিটে কারেন্ট প্রবাহের একাধিক পথ থাকে তাকে প্যারালাল সা্র্কিট বলে।
৩।মিশ্র সার্কিট - সিরিজ ওপ্যারালাল সার্কিট এর সমন্বয়ে গঠিত সার্কিটকে
মিশ্র সার্কিট বলে ।
★প্যারালাল সার্কিট কাকে বলে...?
উত্তর:::::সে সকল সার্কিটে কারেন্ট প্রবাহের দুই বা ততোদিক পথ থাকে সেই সকল সার্কিটকে Parallel circuit বলে
****************************
★প্যারালাল সার্কিটেরও বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে।
প্যারালাল সার্কিটে সংযুক্ত প্রতিটি লোডের আড়াআড়িতে ভোল্টেজ, সার্কিটে প্রয়োগকৃত ভোল্টেজের সমান। অর্থাৎ Vtotal = V1 = V2 = V3 =………….. = Vn
প্যারালাল সার্কিটে সংযুক্ত প্রতিটি লোডের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের যোগফল, সার্কিটে প্রবাহিত মোট কারেন্টের সমান। অর্থাৎ Itotal = I1 + I2 + I3 +………….. + In
প্যারালাল সার্কিটে সংযুক্ত প্রতিটি রেজিস্ট্যান্সের মান উল্টাইয়া যোগ করলে যোগফল সমতুল্য রেজিস্ট্যান্সের উল্টানো মানের সমান। অর্থাৎ 1 / Rtotal = 1 / R1 + 1 / R2 + 1 / R3 +…………..+ 1 / Rn
****************************
★সিরিজ সার্কিটেরও বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে।
**১. প্রতিটি লোডের মধ্য দিয়ে একই কারেন্ট প্রবাহিত হয়।
২. সবগুলো লোডের ভোল্টেজ ড্রপের যোগফল, সোর্স ভোল্টেজের সমান।
৩. লোড সমূহের রেজিস্ট্যান্সের যোগফল, মোট রেজিস্ট্যান্সের সমান।
যদি একটি সিরিজ সার্কিটে 4 টি লোড থাকে, লোড গুলোর রেজিস্ট্যান্স যথাক্রমে R1, R2, R3 ও R4, কারেন্ট I1, I2, I3 ও I4 এবং ভোল্টেজ V1, V2, V3 ও V4 হয়,
তবে,
মোট রেজিস্ট্যান্স R = R1 + R2 + R3 + R4
মোট ভোল্টেজ V = V1 + V2 + V3 + V4
এবং মোট কারেন্ট I = I1 = I2 = I3 = I4
সবাইকে ধন্যবাদ
পড়ের পোষ্ট এ ভোল্ট মিটার নিয়ে কথা বলবো
Subscribe to:
Post Comments (Atom)
খুবই সুন্দর উপস্থাপন।
ReplyDeleteHm
Deleteভালো ছিল অনেক
ReplyDeleteউপস্থাপনটা খুবই ভালো।
ReplyDeleteউপকৃত হলাম,,,,,, ধন্যবাদ
ReplyDeleteHelpful
ReplyDeleteধন্যবাদ
ReplyDeleteঅনেক অনেক ধন্যবাদ অনেক কিছু শিখলাম এইটার এর মাধ্যমে💜❤️
ReplyDelete