আসা করি আপনারা সবাই ভালো আছে।আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম বিদ্যুৎ সম্পর্কিত কিছু তথ্য ও বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র।
মানুষের শরির দিয়ে কতো কারেন্ট প্রবাহিত হলে কারেন্ট এর আস্তিত্ব অনুভব করে
উত্তরঃ মানুষ এর শরির দিয়ে যদি ১mA কারেন প্রবাহিত হলে মানুষ কারেন্ট এর অনুভব বুঝতে পারে।
৯mA কারেন্ট পুরুষ এর শরির দিয়ে প্রবাহিত হলে মানুষ মারা যাবে না কিন্তু সে তার ইচ্ছা অনুযাই নিজেকে নিয়ন্ত্রন করতে পারবে না।
৬mA কারেন্ট নারীর শরির দিয়ে প্রবাহিত হলে মানুষ মারা যাবে না কিন্তু সে তার ইচ্ছা অনুযাই নিজেকে নিয়ন্ত্রন করতে পারবে না।
৫০ কেজি ওজন বিশিষ্ট মানুষের শরির এর মধ্য দিয়ে ৬৭mA-১০৭mA কারেন্ট ৩ সেকেন্ড ধরে প্রবাহিত হলে মানুষ মারা যাবে না কিন্তু হ্রদপিন্ডে অসুভিদা হবে।
শুকন অবস্থায় মানুষ এর চামরার রেজিষ্ট্যান্স ১০০০০ ওহম।শরির ঘাম যক্ত অবস্থায় ৮০০ ওহম এবং ভিজা অবস্থায় ৪০০ ওহম।
২২০ ভোল্ট সরবরাহ লাইনের মধ্য দিয়ে মানুষের শরির এ ০.৪৪A কারেন্ট প্রবাহিত হয়।
বৈদ্যুতিক পরিমাপ যন্ত্র
যে যন্ত্রের সাহায্যে কনো কিছুর পরিমাপ নির্ধারন করা হয় তাকে পরিমাপক যন্ত্র বলে।এই পরিমাপক যন্ত্রে যখন তড়িৎ প্রবাহের দ্বারা পরিমাপ করা হয় তখন তাকে
বৈদ্যুতিক পরিমাপ যন্ত্র বলা হয়।অথবা যে যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক ধ্রুব যেমন কারেন্ট ভোল্টেজ রেজিষ্ট্যান্স এবং এ্যানার্জি ফ্রিকোয়েন্সি পরিমাপ করা হয় তাকে বৈদ্যুতিক মেজারিং ইন্স্ট্রমেন্ট বলে।
বৈদ্যুতিক পরিমাপক যন্ত্রের প্রকারভেদ
বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র প্রধানত ২ প্রকার।
১/ Absolute Instrument(এ্যাবসলিউট ইন্স্ট্রমেন্ট)
২/ সেকেন্ডারি ( Secondary) ইন্স্ট্রমেন্ট
কাজ অনুযাই সেকেন্ডারি ইন্স্ট্রমেন্ট আবার ৩ ভাগে বিভক্ত যেমনঃ
১/ ইন্ডিকেটিং ইন্স্ট্রমেন্ট
২/ ইন্টিগ্রেটিং ইন্স্ট্রমেন্ট
৩/ রেকর্ডিং ইন্স্ট্রমেন্ট
আজকের পোষ্ট এ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য,ধন্যবাদ
Onek sundor Nitin Kichu Vai aro
ReplyDelete