Search This Post

বৈদ্যুতিক সেফটি কাকে বলে,Safety ব্যাবহার করবো কিভাবে।

 আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন...? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।

**************************


আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ইলেক্ট্রিক বিষয়ে নতুন পোষ্ট।



★এই পোষ্টের মাধ্যমে আপনারা বৈদ্যুতিক কাজে সেফটি ও ব্যাক্তিগত নিরাপত্তা বিষয়ে জান্তে পারবেন।



                      ****সেফটি****

সেফটি ইংরেজি শব্দ,যার অর্থ নিরাপত্তা বা বিধিসমূহ।বৈদ্যুতিক কাজে যে কনো ব্যাক্তিকে ঝুকি না নিয়ে Safcty মেনে চলা উচিত।


                      সেফটি কাকে বলে 

                    ****************

উত্তরঃ কনো কাজ করার পূর্বে সেই কাজের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে সকল প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হয় তাকে সেফটি বলে।


             Safety এর প্রকারভেদ ৩ প্রকার

******************************************


* পার্সোনাল সেফটি ( Personal Safety)


* ওয়ার্কশপ সেফটি ( Workshop Safety)


* স্পেশাল সেফটি ( Special Safety)

*********************


                ব্যক্তির জীবনে সেফটির স্তর 



* সেমি স্কীল্ড ( Semi Skilled) 


* স্কীল্ড ( Skilled)


* সুপারভাইজার ( Supervisor)


* প্রফেশনাল ( Professional) 

*************************


                       বাহ্যিক সেফটি 


* ইলেকট্রিক্যাল সেফটি


* মেকানিক্যাল সেফটি


* কেমিক্যাল সেফটি 

*********************


বৈদ্যুতিক কাজে কি কি সেফটি ব্যাবহার করতে হবে।


১/ এ্যাপ্রোন ঃ কাজ করার সময় ধুলা বালু ইত্যাদি থেকে রক্ষা পাবার জন্য এ্যাপ্রোন ব্যাবহার করতে হবে।


২/ হ্যান্ড গ্লোভসঃ কাজ করার সময় বিভিন্ন ধরনের ভারি যন্ত্র পাতি উঠানামা করার সময় এটি ব্যাবহার করতে হবে।

৩/ গগলস ঃ গ্রাইডিং,ড্রিলিং,বোরিং,মেশিনিং কাজ করার সময় ব্যাবহার করতে হবে। 


৪/ ইয়ার প্লাগ ঃ মেশিনিং অপারেটর বা যে কনো উচ্চ শব্দ থেকে রক্ষা পাবার জন্য এটা ব্যাবহার করতে হবে।





আজকের পোষ্ট এ পর্যন্ত আমাদের সাইট এর সাথে থাকুন ইলেকট্রিক সব বিষয়ে যান্তে পারবেন।


পরবর্তি পোষ্টে বিদ্যুৎ সম্পর্কিত কিছু তথ্য নিয়ে আলোচনা করা হবে।

1 Response to "বৈদ্যুতিক সেফটি কাকে বলে,Safety ব্যাবহার করবো কিভাবে।"

Contact Us

Name

Email *

Message *