Search This Post

বৈদ্যুতিক তার ও ক্যাবল জয়েন্ট কত প্রকার ও কি কি | Cable joints and soldering details

বৈদ্যুতিক তার ও ক্যাবল জয়েন্ট কত প্রকার ও কি কি? Cable joints and soldering details

ইউনিট ০২.০৩ জয়েন্ট ও সোল্ডারিং ( Joint and Soldering )


জয়েন্ট শব্দের অর্থ জোড়া বা জোড়া লাগানো। তাই এক খেই বা বহু খেই বিশিষ্ট তার বা ক্যাবলের সংযোগকেই ইংরেজীতে জয়েন্ট বলে জয়েন্ট সাধারণত দুই প্রকার। 

* যথা- ট্যাপ জয়েন্ট (Tap Joint): এক খেই বা বহু খেই বিশিষ্ট তারের মাঝখানে বা যে কোন জায়গায় সংযোগ করাকেই ট্যাপ জয়েন্ট বলে।

* এসপ্লাইস জয়েন্ট (Splice Joint): দুই বা ততোধিক ভারের সংযোগ করাকে এসপ্লাইস জয়েন্ট বলে। এই জয়েন্টকে আবার দুইভাগে ভাগ করা যায় । যথা-

● বাট এসপ্লাইস জয়েন্ট (But Splice Joint)

●ট্যাপ এসপ্লাইস জয়েন্ট (Tap Splice Joint)

তার ও ক্যাবলে জয়েন্টের ব্যবহার :

* পিগটেইল জয়েন্টঃ যে সকল সংযোগ স্থলে টার্ণ নাই, সেখানে পিগটেইল জয়েন্ট ব্যবহার করা হয়ে থাকে। যেমন- সুইচ বক্স ও জাংশন বক্স ইত্যাদি ।

* ওয়েষ্টার্ণ ইউনিয়ন জয়েন্টঃ এটি ভোল্টেজ সার্ভিস লাইনে ব্যবহার করা হয়ে থাকে । এটিও ভোল্টেজ সার্ভিস লাইনে ব্যবহার করা হয়ে থাকে।

* ব্রিটানিয়া জয়েন্টঃ ওভারহেড লাইনে যে সব সংযোগ স্থলে পর্যাপ্ত টার্ন থাকে সে সব স্থানেব্রিটানিয়া জয়েন্ট ব্যবহার করা হয়ে থাকে । (ওভারহেড লাইনে)

* টার্নব্যাক জয়েন্টঃ ওভারহেড লাইনে যে সব সংযোগ স্থলে পর্যাপ্ত টার্ন থাকে সে সব স্থানে টার্নব্যাক জয়েন্ট ব্যবহার করা হয়ে থাকে। (ওভারহেড লাইনে)

* ডু-প্লেক্স জয়েন্টঃ দুই কোর বিশিষ্ট ক্যাবলে এই ধরণের জয়েন্ট ব্যবহার করা হয়। প্রতি কোরে একটি করে জয়েন্ট এমনভাবে করতে হয় যেন জয়েন্টদ্বয় একটি অপরটির বিপরীত না হয় ।

* ম্যারিড জয়েন্টঃ বহু খেই বিশিষ্ট ক্যাবলের জয়েন্ট করতে ম্যারিড জয়েন্ট ব্যবহার করা হয় ।

* ট্যাপ জয়েন্টঃ চলন্ত বৈদ্যুতিক লাইন হতে একটি সার্ভিস লাইন ট্যাপ করে নেওয়ার কাজে এই জয়েন্ট ব্যবহার করা হয়। সাধারণত যে সব ট্যাপ জয়েন্টে টার্ন থাকে সেখানেই মোড়ানো ট্যাপ জয়েন্ট ব্যবহার করা হয়। কিন্তু অতিরিক্ত টার্ন নেওয়ার জন্য গীট পরানো ট্যাপ জয়েন্ট ব্যবহার করা হয় ।

* টি জয়েন্ট : চলন্ত বৈদ্যুতিক লাইন হতে একটি সার্ভিস লাইন ট্যাপ করে নেওয়ার কাজে টি জয়েন্ট ব্যবহার করা হয় ।

তারের সুষ্ঠু সংযোগের পদক্ষেপ সমূহ

- মেজারিং এবং কাটিং

- তারের ইন্সুলেশন কেটে ফেলা (Skinning), ইন্সুলেশন কাটার সময় চাকু ৪৫° কোণে ধরে হবে।

- তার ভালভাবে পরিস্কার করা (Csraping)

- তার পেঁচিয়ে সংযোগ দেওয়া (Tying)

- সোন্ডারিং (Soldering)

- টেপিং করা (Taping), সর্বত্র সমানভাবে টেপিং করতে হবে কোথাও উঁচু, কোথাও নিচু হলে দেখতে অসুন্দর দেখায়

0 Response to "বৈদ্যুতিক তার ও ক্যাবল জয়েন্ট কত প্রকার ও কি কি | Cable joints and soldering details"

Post a Comment

Contact Us

Name

Email *

Message *