Thursday 23 December 2021

ভোল্ট মিটার সংযোগ করার পদ্ধতি | How to connect a volt meter.

 ভোল্ট মিটার সংযোগ করার পদ্ধতি | How to connect a volt meter.


আসা করি আপনারা সবাই ভালো আছেন। ব্যাস্ত থাকার কারনে সঠিক মতো পোষ্ট করতে পারি নাই। এখন থেকে সব বিষয়ে পোষ্ট করার চেষ্টা করবো। 

*********************************************

আগের পোষ্টে বলেছি ভোল্ট মিটার কাকে বলে কত প্রকার যারা আগের পোষ্ট দেখতে পারেন নাই তারা দেখে নিবেন। ক্লিক


 


আজ আমি আপনাদের দেখাবো ভোল্ট মিটার কিভাবে সংযোগ করতে হয়। 


          ১/  ভোল্টমিটার Voltmeter কাকে বলে


উত্তরঃ যে মিটার এর সাহায্যে সরবরাহ লাইনের তড়িৎ চাপ (volt) সরাসরি পরিমাপ করা যায় তাকে ভোল্টমিটার বলে।


              ২/  ভোল্ট মিটার সংযোগ করার নিয়ম


ভোল্ট মিটার সংযোগ করার পূর্বে দেখতে হবে এটি এসি না  ডিসি অথবা এসি ডিসি উভয় ক্ষেত্রে ব্যবহার উপযোগী। সাধারণত চিহ্ন দেখে এটি সনাক্ত করা যায়। যে লাইন বা জেনারেটরের ভোল্ট পরিমাপ করতে হবে তার চেয়ে বেশি মাপের ভোল্ট মিটার নিতে হবে। তাড়পড় ভোল্ট মিটারটি লাইনের সাথে প্যারালালে সংযোগ করতে হবে। ভোল্ট মিটার ডিসি হলে পজেটিভ টার্মিনাল মিটারের পজেটিভ এবং নেগেটিভ টার্মিনাল মিটারের নেগেটিভ টার্মিনালে সংযোগ করতে হবে। 


নিছে আপনাদের জন্য সংযোগ করার চিত্র দিলাম।  


         



আজকের পোষ্ট এই পর্যন্ত আমার সাইট এর সাথে থাকবেন ধিরে ধিরে সব বিষয়ে পোষ্ট করবো যাতে আপনারা ভালো কিছু শিখতে পারেন। 


ধন্যবাদ

No comments:

Post a Comment