আসসালামু আলাইকুম
আশা করি আপনারা ভালো আছেন।
(Electrical Cross)
আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম বৈদ্যতিক যন্ত্র এ্যাভোমিটার (AVO Meter)বা মাল্টিমিটার কাকে বলে এবং এর ব্যবহার করার নিয়ম।
এ্যাভোমিটার (AVO Meter)বা মাল্টিমিটার কাকে বলে...?
উত্তর ঃ যে যন্ত্রের সাহায্যে কারেন্ট,ভোল্টেজ ও রেজিষ্ট্যান্স পরিমাপ করা যায় তাকে এ্যাভোমিটার বলে।এই যন্ত্রের সাহায্যে একের অধিক ইলেকট্রিক্যাল রাশিকে পরিমাপ করা যায় তাই তাকে মাল্টি মিটার বলে। AVO শব্দটি Ampere এর প্রথম অক্ষর A) Volt মিটার এর প্রথম অক্ষর V এবং Ohm's মিটার এর প্রথম অক্ষর O নিয়ে গঠিত হয়েছে।
এই মিটার ব্যাবহার এর নিয়ম ঃ
পরিমাপের পূর্বে প্রতিবারই রোটারি সুইচ নির্ধারিত রেন্জে স্থাপনের ব্যাপারে নিশ্চিত হওয়া উচিত।
কারেন্ট পরিমাপের জন্য সিলেক্টর সুইচ কে কন্টোল প্যানেল এর কারেন্ট রেন্জে রাখতে হবে।আর যদি পরিমাপকৃত কারেন্ট সম্পর্কে ধারনা না থাকে তাহলে সিলেক্টর সুইচ কে মিটার এর সর্বোচ্চ রেন্জে রাখতে হবে।কারেন্ট পরিমাপের জন্য মিটার কে লোডের সাথে সিরিজ সংযোগ করতে হবে।
ভোল্টেজ পরিমাপের জন্য সিলেক্টর সুইচকে মিটারের ভোল্টেজ রেন্জ এ লাখতে হবে এবং খেয়াল রাখতে হবে পরিমাপকৃত ভোল্টেজ যেন মিটারের রেন্জের থেকে বেশি না হয়।
এসি এবং ডিসি মিটার এর ভোল্টেজ পরিমাপের জন্য মিটারের সিলেক্টর সুইচ আলাদা আলাদা স্থানে সিলেক্ট করতে হবে।ভোল্টেজ পরিমাপের সময় মিটার কে প্যারালাল এ ব্যবহার করতে হবে।
রেজিষ্ট্যান্স পরিমাপ এর জন্য সিলেক্টর সুইচ কে ওহম রেন্জে নিতে হবে এবং মিটারের দুটি টার্মিনাল শর্ট করে এ্যডজাষ্টেবল নবের সাহাযে মিটারের পয়েন্টারকে শুন্যতে এ্যডজাষ্ট করতে হবে।
পরিমাপাধীন ভোল্টেজ বা কারেন্ট এর রেন্জ যানা না থাকলে,পরিমাপ সর্বদা সর্ব্বোচ্চ রেন্জ হতে শুরু করতে হবে।
এ্যাভোমিটার এর বিভিন্ন অংশের নাম
১/ দাগ কাটা স্কেল (DC কারেন্ট,AC/DC ভল্টেজ ও রেজিষ্ট্যান্স)
২/রোটারি সুইচ
৩/নির্দেশক কাটা
৪/এ্যডজাষ্টিং নব
৫/ দুটি টার্মিনাল ( নেগেটিভ/পজেটিভ)
আজকের পোষ্ট এ পর্যন্ত কাল বাকি মিটার এর ব্যাবহার নিয়ে আলোচনা করবো।
Thanks
ReplyDelete