Thursday 31 October 2019

আর্থিং সম্পর্কে বিস্তারিত আলোচনা। আর্থিং কত প্রকার ও কী কী-Detailed discussion about Earthing.

★আর্থিং কাকে বলে:::: অনাকাঙ্খিত বিদ্যুৎ থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি, সরাঞ্জাম ও মানুষ কে রক্ষা করার জন্য বৈদ্যুতিক যন্ত্রপাতির মেটাল বা বাহিরাবরণ থেকে কারেন্টকে কোন পরিবাহী দ্বারা মাটিতে প্রেরণ করার ব্যবস্থা কে আর্থিং বলে।


আর্থিংকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। যথা-

১। সিস্টেম আর্থিং এবং
২। ইকুইপমেন্ট আর্থিং


১। সিস্টেম আর্থিং:

ট্রান্সফর্মার বা অল্টারনেটরের নিউট্রাল পয়েন্টকে যে আর্থিং করা হয় তাকে সিস্টেম আর্থিং বলে।


২। ইকুইপমেন্ট আর্থিং:

ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা মেশিনের বহিরাবরণের ধাতব অংশ এবং ইলেকট্রিক্যাল লাইনের সাপোর্টিং স্ট্রাকচার ইত্যাদি আর্থিং কারাকে ইকুইপমেন্ট আর্থিং বলে।


আর্থিং এর উদ্দেশ্য

১। অনাকাঙ্ক্ষিত বৈদ্যুতিক শক বা আঘাতের হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যে আর্থিং করা হয়।
২। বৈদ্যুতিক যন্ত্রপাতিকে অতিরিক্ত ভোল্টেজের হাত থেকে রক্ষা করার জন্য আর্থিং করা হয়।
৩। শর্ট সার্কিট এবং বজ্রপাতের দরুন উৎপন্ন হাই ভোল্টেজ হতে জানমাল রক্ষা করার জন্য।
৪। আনব্যালেন্স লোডের ক্ষেত্রে নিউট্রাল লাইনকে আর্থিং করতে হয়।


আর্থিং সিস্টেমে ব্যবহৃত উপাদান
*****************************
আর্থিং সিস্টেমে ব্যবহৃত উপাদানগুলির মধ্যে প্রধানত আর্থ ক্যাবল, আর্থিং লিড এবং আর্থ প্লেট অন্তর্ভুক্ত। এছাড়া বাস বারে যে বারটি আর্থিং এর সাথে সংযুক্ত থাকে তাকে আর্থ বাস বলে।


আর্থ রেজিস্ট্যান্স:

সাধারণভাবে আর্থিং ইলেকট্রোডের মাধ্যমে কারেন্ট প্রবাহিত হয়ে পৃথিবীতে প্রবেশ করতে যে বাধা পরিলক্ষিত হয় তাই আর্থ রেজিস্ট্যান্স নামে পরিচিত। আর্থ রেজিস্ট্যান্স পরোক্ষভাবে শূন্য পটেনশিয়াল এবং আর্থ ইলেকট্রোডের মধ্যবর্তী রেজিস্ট্যানকে বোঝায়। গাণিতিকভাবে, আর্থ রেজিস্ট্যান আর্থ ইলেকট্রোডের পটেনশিয়াল এবং আর্থিং কারেন্টের অনুপাতকে বোঝায়।


★আর্থিং রেজিস্ট্যান্স কত হওয়া দরকার?


১। পাওয়ার স্টেশন ও বড় ধরনের সাবস্টেশন ০.১ ওহম
২। মাঝারি সাবস্টেশন ০.৫ ওহম
৩। ছোট সাবস্টেশন ১ ওহম
৪। হাউজ ওয়্যারিং(সাধারন) ৫ ওহম
৫। হাউজ ওয়্যারিং(পাহাড়ি অঞ্চল) ৮ ওহম


বাসা-বাড়িতে আর্থিং করার নিয়ম


আসলে আর্থিং করার নিয়ম প্রয়োগভেদে আলাদা আলাদা। তবে বাসা-বাড়িতে আর্থিং করা হয় মাটিতে রড ঢুকিয়ে। মেইন ডিস্ট্রিবিউশন প্যানেলের নিউট্রালের সাথে রডের উপরের প্রান্তে তার ভালোভাবে যুক্ত করে আর্থিং করা হয়।

3 comments:

  1. এত সুন্দর পোস্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আশা করি ভবিষ্যতে আরো উন্নতি করতে পারবেন। আর্থিং সম্পর্কে বিস্তারিত লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    ReplyDelete
  2. onek balo hoice atu sondur kore bolar jono

    ReplyDelete