Thursday 17 October 2019

কারেন্ট ও ভোল্টেজ কিভাবে পরিমাপ করা হয়।How to measure current and voltage.

কারেন্ট কি বা কারেন্ট কাকে বলে?

কারেন্ট (Current): পরিবাহীর মধ্যকার ইলেকট্রন সমূহ নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকে কারেন্ট বলে। অর্থাৎ পরিবাহীর মধ্যে ইলেকট্রনের প্রবাহই ইলেকট্রিক কারেন্ট।

কারেন্টের প্রতীক চিহ্ন - I. একক Ampere (A)

**কারেন্ট কত প্রকার?


কারেন্ট কে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় যথা-

1/::এসি বা অল্টারনেটিং কারেন্ট (AC - Alternating Current)

2/::ডিসি বা ডাইরেক্ট কারেন্ট (DC - Direct Current)
এডি কারেন্ট (Eddy Current)

★অল্টারনেটিং কারেন্টঃ  সময়ের সাথে যে কারেন্টের মান পরিবর্তিত হয় তাকে সাধারণত অল্টারনেটিং কারেন্ট বলে।

★ডাইরেক্ট কারেন্টঃ  ডিসি বা ডাইরেক্ট কারেন্ট যার মান সময়ের সাথে পরিবর্তিত হয় না।

নিচে অলটারনেটিং ও ডাইরেক্ট কারেন্টের চিত্র দেখানো হয়েছে।

★অ্যাম্পিয়ার/এম্পিয়ার কাকে বলে,,,?

কোন পরিবাহীর যে কোন অংশের মধ্য দিয়ে এক কুলম্ব চার্জ এক সেকেন্ড সময় ধরে প্রবাহিত হলে উক্ত পরিমান চার্জকে ১ অ্যাম্পিয়ার/এম্পিয়ার বলে।
কারো কারো এখানে জটিল লাগতে পারে যে কারেন্ট ও এম্পিয়ার আলাদা ভাবে কেন সংজ্ঞায়িত করা হলো? এর উত্তর হচ্ছে কারেন্টের পরিমাপ করা হয় এম্পিয়ার দ্বারা।

এম্পিয়ার/কারেন্ট কিভাবে মাপে?


এম্পিয়ার মাপবার মিটার কে এমিটার (Ammeter) বা এম্পিয়ার মিটার বলে। এম্পিয়ার/অ্যাম্পিয়ার মাপবার জন্য এমিটার কে লোডের সিরিজে সংযুক্ত করতে হয়। নিচের চিত্র মোতাবেক-


ভোল্টেজ কাকে বলে,,,,,?

**ভোল্টেজ হল এক ধরনের বৈদ্যুতিক চাপ। পরিবাহীর অভ্যন্তরীণ থাকা ইলেকট্রন (ঋণাত্মক কনিকা) সমূহকে স্থানচ্যুত করতে যে ফোর্স বা চাপের প্রয়োজন হয় তাকে ভোল্টেজ বলে।

ভোল্টেজের প্রতীক হলো V এবং এর একক হলো ভোল্ট (Volt)


ভোল্টেজ পরিমাপ করে কিভাবে?


:::ভোল্টেজ পরিমাপ করা হয় ভোল্টমিটার দিয়ে। ভোল্টমিটারের দুটি প্রোবকে বৈদ্যুতিক সোর্সের সাথে প্যারালালে সংযুক্ত করে ভোল্টেজ পরিমাপ করা হয়। নিচে চিত্রের ন্যায় সংযোগ করে ভোল্টেজ পরিমাপ করা যাবে।


ওয়াট কাকে বলে,,,,,,?

::::কোন লোড নির্দিষ্ট সময়ে যতটুকু শক্তি খরচ করে কোন কাজ সম্পন্ন করে সেই হিসাবকেই ওয়াট বলে।

এভাবে ও বলা যায়, যে ক্ষমতায় প্রতি সেকেন্ডে এক জুল পরিমান কাজ সম্পন্ন হয় তাকে ওয়াট বলে।

ওয়াট কিভাবে মাপা হয়,,,,,?

::::ওয়াট পরিমাপ করার জন্য সাধারণত ওয়াট মিটার ব্যবহার করা হয়ে থাকে। তবে নিচের সূত্রের সাহায্যেও ওয়াট বের করা যায় যায়।

যেমনঃ P= V x I

P = Power, এর একক ওয়াট

I = Current, এর একক হলো এম্পিয়ার

V =  Voltage, এর একক হলো ভোল্ট

2 comments:

  1. মার্কেট থেকে ১২ ভোল্ট ৩ অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার কিনে আনলাম। ঐ ট্রান্সফর্মারে আসলে ৩ অ্যম্পিয়ার আছে কি না তা কিভাবে সঠিক পরীক্ষার নিয়ম কি ? জানালে উপকৃত হবো।

    ReplyDelete
  2. প্রশ্নের উত্তটি যত দ্রুত সম্ভব দেওয়ার অনুরোধ রইল। অপেক্ষায় রইলাম।

    ReplyDelete