আর্থ টেস্টিং মেগার ও ফ্রিকোয়েন্সি মিটার কাকে বলে। What is Earth Testing Megger and Frequency Meter?
আর্থ টেস্টিং মেগার কাকে বলে,,?
আর্থ টেস্টিং মেগার একটি পরিমাপক যন্ত্র যার সাহায্যে বৈদ্যুতিক আর্থিং এর রেজিস্ট্যান্সের মান পরিমাপ করা হয়। গঠনের দিক দিয়ে এটি অনেকটা ইন্সুলেশন টেষ্টিং মেগারের মতো। আর্থিং রেজিস্ট্যান্স পরিমাপ করাই হল আর্থ টেষ্টার এর কাজ। আর্থ টেস্টার এর সাহায্যে আর্থ ইলেকট্রোডের রেজিস্ট্যান্স মাপা হয়। বাসাবাড়ি বা কোন স্থাপনাকে উচ্চ বিদ্যুৎ হতে রক্ষা করার জন্য আর্থিং করতে হয়। সাধারণত আর্থিং রেজিস্ট্যান্সের মান এক ওহমের কম হলে ভালো হয়।
গঠন প্রণালী *
ই হাতে একটি ওহম মিটার ও একটি ডিসি জেনারেটর থাকে। সাধারণত (০.৫) ওহমের মেগার আর্থ টেস্টার হিসেবে ব্যবহার করা হয়। ইহাতে তিনটি টার্মিনাল আছে। সেগুলো হলো ই,পি এবং সি । এই পি এবং সি টার্মিনাল থেকে দুটি তার সংযোগ করে স্পাইক এর সাহায্যে সেগুলো এমন ভাবে মাটিতে পতিত হবে যেন স্পাইক দুটির মধ্যবর্তী দূরত্ব কমপক্ষে ৬০ ফুট হয়। এর পর ই টার্মিনাল কে আর্থ ইলেকট্রোডের সাথে সংযুক্ত করে আর্থ টেস্টার এর হাতল মিনিটে ১২০ বার ঘুরিয়ে কয়েকটি পাট নিয়ে গড় করলে আর্থ রেজিস্ট্যান্স এর মান বের করা যায়।
ফ্রিকোয়েন্সি মিটার কাকে বলে,,?
যে মিটারের সাহায্যে কোন ইলেকট্রিক্যাল সার্কিটের frequency পরিমাপ করা হয় তাকে frequency meter বলে।
এই মিটার দিয়ে পরিমাপকৃত রিডিংয়ের একক হার্জ (Hz)। Frequency meter সার্কিট এর সহিত প্যারালালে সংযোগ করিতে হয়। এই মিটার সার্কিটে প্রতি সেকেন্ডে কত গুলি সাইকেল সম্পূর্ণ হলো তা পরিমাপ করে। এক সেকেন্ড সময় যতগুলি সাইকেল সম্পন্ন হয় তাকে frequency বলে।
0 Response to "আর্থ টেস্টিং মেগার ও ফ্রিকোয়েন্সি মিটার কাকে বলে। What is Earth Testing Megger and Frequency Meter?"
Post a Comment