ভোল্টমিটার (Voltmeter) কাকে বলে।ভোল্টমিটার সংযোগ পদ্ধতি।
ভোল্টমিটার Voltmeter কাকে বলে
উত্তরঃ যে মিটার এর সাহায্যে সরবরাহ লাইনের তড়িৎ চাপ (volt) সরাসরি পরিমাপ করা যায় তাকে ভোল্টমিটার বলে।
ভোল্ট মিটার লাইনের ফেজ এবং নিউট্রালের সাথে সংযোগ করে দিলে এই মিটার দুই তাড়ের মধ্যকার তড়িৎ বিভবের বৈষম্য কতো ভোল্ট তা নির্দেষ করে।ভোল্ট মিটারে চিকন তাড়ের অধিক সংখক প্যাচের কয়েল থাকে বিধায় ইহার রেজিষ্ট্যান্স খুব বেশি।যেহতু ভোল্ট মিটার ২ তাড়ের সাথে প্যারালাল সংযুক্ত থাকে তাই যদি মিটার এর কয়েল এর রেজিষ্ট্যান্স কম হয় তাহলে এটি শর্ট সার্কিটের মতো আচরন করবে।
ভোল্ট মিটার সাধারনত পাচ ধরনের হয় ঃ
১/মুভিং আয়রন ভোল্টমিটার(এসি এবং ডিসি উভয় ক্ষেত্রে ব্যাবহার করা যায়)
২/পারমানেন্ট মেগনেট টাইপ ( শুধু ডিসি তে ব্যাবহার করা হয়)
৩/ হট ওয়্যার টাইপ ( এসি এবং ডিসি উভয় ক্ষেত্রে ব্যবহার করা যায়)
৪/ইন্ডাকশন টাইপ ( শুধু এসি)
৫/ ইলেকট্রোস্ট্যাটিক টাইপ
৬/ইলেকট্রনিক্স ডিজিটাল টাইপ ভোল্ট মিটার
ভোল্টমিটার সংযোগ করার পদ্ধতি
উত্তরঃ ভোল্ট মিটার সংযোগ করার পূর্বে এটি দেখতে হবে এসি নাকি ডিসি বা এসি ডিসি উভয় ক্ষেত্রে ব্যবহার যগ্য কিনা।সাধারনত চিহ্ন দেখে এটি সনাক্ত করা যায়।যে লাইন বা জেনারেটর এর ভোল্ট পরিমাপ করতে হবে তার চেয়ে বেশি মানের ভোল্ট মিটার নিতে হবে তারপড় ভোল্ট মিটার তাড়ের সাথে প্যারালাল এ সংযোগ করতে হবে।ভোল্টট মিটার ডিসি হলে পজেটিভ টার্মিনাল মিটারের পজেটিভ ও নেগেটিভ টার্মিনাল মিটারের নেগেটিভ টার্মিনাল এ সংযোগ করতে হবে।
0 Response to "ভোল্টমিটার (Voltmeter) কাকে বলে।ভোল্টমিটার সংযোগ পদ্ধতি।"
Post a Comment